ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। সোমবার (২১ জুলাই) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো এক চিঠিতে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজের শারীরিক স্বাস্থ্যের প্রতি অগ্রাধিকার দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। খবর বিবিসি ও এনডিটিভি।
চিঠিতে জগদীপ ধনখড় জানান, ভারতের সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুসারে তিনি উপ-রাষ্ট্রপতির পদ থেকে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করছেন। তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদসহ সকল সংসদ সদস্যদের কাছ থেকে যে সহযোগিতা ও স্নেহ পেয়েছেন, তা তার জন্য অত্যন্ত প্রেরণাদায়ী ছিল।
তিনি রাষ্ট্রপতি মুর্মুকে কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, “আপনার সহানুভূতিশীল দিকনির্দেশনা এবং আন্তরিক সম্পর্ক সবসময় মনে থাকবে।” একইসঙ্গে প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধনখড় বলেন, “এই দায়িত্ব পালনকালে অনেক কিছু শিখেছি এবং দেশের উন্নয়নযাত্রায় অংশ নিতে পেরে আমি গর্বিত।”
আরও পড়ুন
পদত্যাগপত্রে তিনি ভারতের অর্থনৈতিক অগ্রগতি এবং বৈশ্বিক উত্থানের সময় এই গুরুত্বপূর্ণ পদে থেকে কাজ করতে পারাকে নিজের জন্য সৌভাগ্য ও সম্মানের বিষয় বলে অভিহিত করেছেন। দেশের উজ্জ্বল ভবিষ্যতের ওপর তিনি আস্থা রাখেন বলেও উল্লেখ করেন।
প্রসঙ্গত, ১৯৮৯ সালে রাজস্থানের ঝুনঝুনু থেকে লোকসভায় নির্বাচিত হয়ে রাজনৈতিক যাত্রা শুরু করেন জগদীপ ধনখড়। তিনি কেন্দ্রীয় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন ছাড়াও রাজস্থান বিধানসভার সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী এবং ইউরোপীয় সংসদে ভারতীয় সংসদীয় দলের উপনেতা ছিলেন। সর্বশেষ ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।