ভারতের মুম্বইয়ে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়েছে। সোমবার (২১ জুলাই) সকাল ৯টা ২৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। কোচি থেকে আসা ফ্লাইট AI2744 অবতরণের সময় ভারী বৃষ্টির সম্মুখীন হয়, যা বিমানের নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করে।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানায়, বিমানটি রানওয়েতে নামার পর সামান্য ‘স্কিড’ করে সরে যায়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
আরও পড়ুন
বিমান সংস্থার এক মুখপাত্র বলেন, “যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। অবতরণের পর বিমানটি নিরাপদে গেটে পৌঁছে যায়। তবে ঘটনাটি তদন্তের জন্য বিমানটিকে ‘গ্রাউন্ডেড’ করা হয়েছে এবং পুরো পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
দুর্ঘটনার পরপরই ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (DGCA) তদন্ত শুরু করেছে। বিমানটির চাকা ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া বিমানের অন্যান্য যান্ত্রিক অংশও পরীক্ষা করে দেখা হচ্ছে।
ঘটনার সময় মুম্বইয়ে প্রবল বৃষ্টি চলছিল। আবহাওয়ার এমন প্রতিকূল অবস্থাই দুর্ঘটনার অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে যাত্রীদের সুরক্ষা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।