বিমানের যান্ত্রিক ত্রুটি নিয়ে ৪০ মিনিট আকাশে চক্কর দিয়ে অবতরণ

Plane lands after circling for 40 minutes due to mechanical failure

ভারতের বেসরকারি বিমানসংস্থা ইন্ডিগোর একটি অভ্যন্তরীণ ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ ৪০ মিনিট আকাশে চক্কর দেয়ার পর তিরুপতি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইটটি তিরুপতি থেকে হায়দ্রাবাদগামী ছিল। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে স্থানীয় সময় ইন্ডিগোর ৬ই ৬৫৯১ ফ্লাইটটি তিরুপতি থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট যান্ত্রিক সমস্যার বিষয়টি শনাক্ত করেন এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। এরপর ফ্লাইটটি প্রায় ৪০ মিনিট ধরে আকাশে চক্কর দেয় এবং অবশেষে তিরুপতি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

ঘটনায় কেউ আহত হননি বলে জানানো হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থাও করে বিমান সংস্থা।

ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, বিমানটি তিরুপতির নিকটবর্তী ভেঙ্কটগিরি শহর অতিক্রম করার পরই ইউটার্ন নেয় এবং তিরুপতিতে ফিরে আসার আগে আকাশে দীর্ঘ সময় ধরে ঘুরতে থাকে।

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রীদের সঙ্গে ইন্ডিগোর গ্রাউন্ড স্টাফদের মধ্যে ফ্লাইটের সময়সূচি নিয়ে বাকবিতণ্ডা হচ্ছে।

তবে এই ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইন্ডিগো কর্তৃপক্ষ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize