বিমানের জরুরি অবতরণ, বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন অভিনেত্রী

Actress survives plane emergency landing, major accident

ভারতের যোধপুর থেকে মুম্বাইগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝআকাশে তৈরি হয় বিপজ্জনক পরিস্থিতি। তবে পাইলটের দ্রুত সিদ্ধান্তে বিমানটি নিরাপদে আহমেদাবাদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। এই ঘটনায় রক্ষা পেয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন ও তেলেগু চলচ্চিত্রের অভিনেত্রী সানা মকবুল।

‘বিগ বস ওটিটি ৩’ খ্যাত এই অভিনেত্রী জানান, বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণের ঘোষণা শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরিস্থিতি অস্বাভাবিক হলেও শেষ পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই সবাই নিরাপদে ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সানা মকবুল লিখেছেন, ‘ঈশ্বরের কৃপায় সব ঠিকঠাক হয়েছে। পরে আমি মুম্বাইয়ের আরেকটি ফ্লাইটে ফিরে আসতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে ইন্ডিগোর টিম ও পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, সাম্প্রতিক সময়ে বারবার কেন বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দিচ্ছে। তিনি মন্তব্য করেন, ‘আমি জানি না বিশ্বজুড়ে কী হচ্ছে, কিন্তু এ বিষয়ে একটি কার্যকর সমাধান প্রয়োজন।’

প্রসঙ্গত, ভারতের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি একের পর এক জরুরি অবতরণের ঘটনা ঘটছে, যার ফলে যাত্রীদের মধ্যে নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ বাড়ছে। বিশেষ করে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এক ভয়াবহ দুর্ঘটনার পর দেশটির বিমান পরিবহন খাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize