ভারতে ২৮ বাংলাদেশিকে দুই বছর কারাদণ্ড

28 bangladeshis sentenced to two years in prison in india

ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের দায়ে ২৮ জন বাংলাদেশিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) তামিলনাড়ুর তিরুপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-২ এই রায় ঘোষণা করেন।

তামিলনাড়ু পুলিশ জানায়, চলতি বছরের ১২ জানুয়ারি পাল্লাদাম থানার পুলিশ আরুলপুরম এলাকার একটি বেসরকারি টেক্সটাইল প্রতিষ্ঠানের হোস্টেলে অভিযান চালায়। ওই সময় কোনো বৈধ ভিসা বা পাসপোর্ট দেখাতে না পারায় ২৮ জন বাংলাদেশিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে এবং দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছে।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিরা কেউ ছয় মাস, কেউবা দশ বছর পর্যন্ত চেন্নাই ও তিরুপুর অঞ্চলে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। তারা মুরুগামপালায়াম, ছেত্তিপালায়ামসহ বিভিন্ন এলাকায় টেক্সটাইল কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় মামলা দায়ের করা হয়।

আদালতের বিচারক সি শ্রীধর রায়ে প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার রুপি করে জরিমানার নির্দেশ দেন। রায়ে আরও বলা হয়, সাজা ভোগ শেষে এসব বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠাতে হবে, এবং সেই নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে।

প্রসঙ্গত, একই সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সফরে গিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দেন। এটি সেই ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবেই দেখা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize