উড়াল দেয়ার ৮ মিনিটের মধ্যেই এয়ারপোর্টে ফিরল বিমান

Biman returns to airport within 8 minutes of takeoff

হায়দরাবাদ থেকে ফুকেটগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আন্তর্জাতিক ফ্লাইট IX110-তে যান্ত্রিক ত্রুটির কারণে টেকঅফের মাত্র ৮ মিনিটের মধ্যেই বিমানটি ফিরে আসে বিমানবন্দরে। শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা ৪৯ মিনিটে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও মাঝ আকাশে সমস্যার ইঙ্গিত পাওয়া মাত্রই এটিসি’র (এয়ার ট্রাফিক কন্ট্রোল) নির্দেশে তা অবতরণে বাধ্য হয়।

সূত্র জানায়, উড্ডয়নের কিছুক্ষণ পরই পাইলটরা যান্ত্রিক গোলযোগ অনুভব করেন এবং দ্রুত বিষয়টি এটিসিকে অবহিত করেন। নিরাপত্তার স্বার্থে অবিলম্বে বিমানটি ফিরে এসে হায়দরাবাদ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এই আকস্মিক ঘটনার কারণে যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটের সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং কাউকে আহত অবস্থায় পাওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ সম্পর্কে এয়ার ইন্ডিয়া এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

সম্প্রতি আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এক ফ্লাইটে ভয়াবহ দুর্ঘটনার ঘটনায় এখনো আলোচনা চলতে থাকায় হায়দরাবাদের এ ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ফ্লাইট IX110-এর সমস্যার প্রকৃত কারণ উদঘাটন হলে যাত্রীদের ভেতরে তৈরি হওয়া উদ্বেগ কিছুটা প্রশমিত হতে পারে।

এই ঘটনার পর বিমান পরিবহন নিরাপত্তা সংক্রান্ত নিয়মকানুন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও জোরদারের দাবি তুলেছেন অনেক যাত্রী ও বিশেষজ্ঞ। যান্ত্রিক ত্রুটিগুলোর পুনরাবৃত্তি রোধে এয়ারলাইনের দিক থেকে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ওপর জোর দিয়েছেন তারা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize