ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরও বাড়ল

Pakistan's airspace ban for india extended

ভারত এবং ভারতের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের উড়োজাহাজের ওপর আকাশসীমা ব্যবহারে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। শুক্রবার (১৮ জুলাই) পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ) এক বিজ্ঞপ্তিতে জানায়, এই নিষেধাজ্ঞা আগামী ২৪ আগস্ট ভোর ৫টা ১৯ মিনিট পর্যন্ত বহাল থাকবে।

পিএএ-র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিষেধাজ্ঞা চলাকালে ভারতের যেকোনো সামরিক, বেসামরিক বা বাণিজ্যিক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৫ ভারতীয় পর্যটক নিহত হন। এর পরিপ্রেক্ষিতে ভারত সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি স্থগিত করে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ২৪ এপ্রিল ভারতীয় উড়োজাহাজের ওপর আকাশসীমা নিষিদ্ধ করে।

প্রথমে এক মাসের জন্য দেওয়া এই নিষেধাজ্ঞা কয়েক দফায় বাড়ানো হয়। সর্বশেষ ঘোষণার আগে এর মেয়াদ ছিল ২৩ জুলাই পর্যন্ত। এবার তা আরও এক মাস বাড়ানো হলো।

পাকিস্তানের সিদ্ধান্তের জবাবে ভারতও ৩০ এপ্রিল পাকিস্তান ও সংশ্লিষ্ট সব উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করে। ভারতের পক্ষ থেকে দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ জুলাই। তবে পাকিস্তানের সর্বশেষ পদক্ষেপের পরও ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize