মালদ্বীপের প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার আম উপহার

Mango gift 20250717232842

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে মৌসুমি আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রেরিত এই উপহার বৃহস্পতিবার (১৭ আগস্ট) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ আম উপহারটি মালদ্বীপ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল উইংয়ের যুগ্মসচিব বাদুরা সাইদের হাতে তুলে দেন।

এ সময় প্রেসিডেন্ট মুইজ্জুর পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানান যুগ্মসচিব বাদুরা সাইদ।

দুই দেশের মাঝে বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ উদ্যোগকে গুরুত্ব দিচ্ছেন উভয় দেশের কূটনৈতিক মহল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize