বাংলাদেশিদের পাসপোর্ট সেবা নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুখবর দিল সরকার

মালয়েশিয়ার পেনাং প্রদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (১৫ জুলাই) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসীদের সুবিধার্থে নির্ধারিত সময়ে পেনাংয়ে হাতে হাতে পাসপোর্ট বিতরণ ও আবেদন গ্রহণ কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ ও ২০ জুলাই, সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত পেনাংয়ের দেওয়ান দাতু হাজী আহমদ বাদাওয়ি কমিউনিটি হলে এই সেবা চালু থাকবে। আবেদনকারীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে পূর্ববর্তী অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যা ছাড়া কোনোভাবেই পাসপোর্ট সেবা প্রদান সম্ভব নয়।

এ উদ্দেশ্যে প্রবাসীদের appointment.bdhckl.gov.bd/other ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট তারিখ ও সময়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে বলা হয়েছে। এতে করে পেনাং প্রদেশে অবস্থানরত বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজ ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।

হাইকমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া পাসপোর্ট বিতরণ সম্ভব নয়। একই সঙ্গে POS Malaysia-এর বিদ্যমান সার্ভিসটিও চালু থাকবে, যাতে পাসপোর্ট সংগ্রহে প্রবাসীরা বিকল্প সুবিধা নিতে পারেন।

তবে হাইকমিশন অনুরোধ জানিয়েছে, কেউ যেন একসঙ্গে উভয় সেবার (হাতে হাতে ও পোস্টাল) জন্য অ্যাপয়েন্টমেন্ট না নেন, এতে সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize