৮০ হাজার গোপন ছবি-ভিডিওসহ নারী গ্রেপ্তার

Woman arrested with 80,000 secret photos and videos

থাইল্যান্ডে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলে গোপন ছবি ও ভিডিওর মাধ্যমে তাদের ব্ল্যাকমেইল করতেন। ‘মিস গল্ফ’ নামে পরিচিত এই নারী অন্তত নয়জন ভিক্ষুর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তিন বছরের বেশি সময় ধরে এই কৌশলে তিনি প্রায় ৩৮৫ মিলিয়ন থাই বাত (প্রায় ১২ মিলিয়ন মার্কিন ডলার) আদায় করেন।

তদন্তে জানা গেছে, ওই নারী সম্পর্কের সময় ভিক্ষুদের সঙ্গে তোলা ভিডিও ও ছবি সংরক্ষণ করতেন। অভিযানে তার বাসা থেকে ৮০ হাজারের বেশি আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের জুনে, যখন ব্যাংককের একজন ভিক্ষু হঠাৎ সন্ন্যাস ত্যাগ করেন। পরবর্তীতে জানা যায়, অভিযুক্ত নারী তাকে গর্ভধারণের কথা বলে ৭ মিলিয়ন বাত দাবি করেছিলেন। তদন্তে উঠে আসে, একইভাবে একাধিক ভিক্ষুর কাছ থেকে অর্থ আদায় করেছেন তিনি।

পুলিশ বলছে, ব্ল্যাকমেইল করে আদায় করা অর্থের একটি বড় অংশ তিনি অনলাইন জুয়ায় ব্যয় করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে ব্ল্যাকমেইল, মানি লন্ডারিং এবং চুরি করা সম্পদ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান সঙ্ঘ সর্বোচ্চ পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি সরকার ভিক্ষুদের জন্য কঠোর শাস্তির বিধান প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, থাইল্যান্ডে ৯০ শতাংশের বেশি মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী এবং ভিক্ষুদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। তবে সাম্প্রতিক সময়ে যৌন কেলেঙ্কারি, দুর্নীতি ও মাদক সংক্রান্ত ঘটনায় বারবার বিতর্কে জড়াচ্ছে সঙ্ঘ প্রতিষ্ঠান। পরিস্থিতি মোকাবেলায় থাই রাজা মহা ভাজিরালংকর্ণ সম্প্রতি ৮১ জন ভিক্ষুর রাজকীয় উপাধি বাতিল করেছেন, যা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize