মালয়েশিয়ায় ঘুষ দিতে গিয়ে দুই বাংলাদেশি প্রবাসী আটক

Two bangladeshi expatriates arrested for paying bribe at airport in malaysia

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশি নাগরিকদের অবৈধভাবে প্রবেশ করাতে সহায়তার অভিযোগে দুই বাংলাদেশিসহ তিনজনকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এসপিআরএম)। সোমবার (১৪ জুলাই) নেগরি সেমবিলান ও কুয়ালালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরদিন মঙ্গলবার (১৫ জুলাই) সকালে আটক তিনজনকে পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে ২০ জুলাই পর্যন্ত তাদের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসপিআরএম জানায়, আটকরা মূলত বিদেশি এজেন্ট হিসেবে কাজ করছিলেন এবং ঘুষের বিনিময়ে বিমানবন্দর নিরাপত্তা বাহিনীর কিছু কর্মকর্তাকে দিয়ে বিদেশিদের অনুপ্রবেশে সহায়তা করতেন।

তদন্তে আরও জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে তোলে। এর সদস্যরা ‘কাউন্টার সেটিং’-এর মাধ্যমে নির্দিষ্ট কর্মকর্তাদের চুক্তিতে যুক্ত করত, যারা বিদেশি নাগরিকদের ইমিগ্রেশন চেক-ইন প্রক্রিয়া সহজ করে দিতেন। এ কাজের জন্য প্রতিজনের পেছনে ১,৮০০ থেকে ২,৫০০ রিঙ্গিত ঘুষ লেনদেন হতো, যা নগদ অর্থে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরিশোধ করা হতো।

এসপিআরএম জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অন্তত ১০টি আর্থিক লেনদেন শনাক্ত করা হয়েছে, যার মোট পরিমাণ প্রায় ১ লাখ ৩৮ হাজার রিঙ্গিত। এসব তথ্যের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা শাখা ও অভিবাসন বিভাগের যৌথ অভিযানেই এই গ্রেপ্তার ঘটে।

এছাড়া একই দিনে আরেকটি পৃথক অভিযানে অভিবাসন বিভাগ কুয়ালালামপুরের বিভিন্ন এলাকা থেকে আরও ২৯ জন বিদেশিকে আটক করেছে। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও ৮ জন নারী। সকলকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুত্রজায়া অভিবাসন কার্যালয়ে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০০৯ সালের দুর্নীতি দমন আইনের ১৬(বি) ধারায় তদন্ত চলছে বলে নিশ্চিত করেছেন এসপিআরএম-এর গোয়েন্দা বিভাগের সিনিয়র পরিচালক সাইফুল ইজরাল আরিফিন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize