মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

Good news for bangladeshis living in malaysia

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চলতি বছরের মে মাসে মালয়েশিয়া সফরের সময় একটি প্রতিনিধি দলের নেতৃত্বে তিনি ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানে বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা হয়। এরপর গত ১০ জুলাই মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালকের পক্ষ থেকে একটি পরিপত্র জারি করা হয়।

ড. আসিফ নজরুল বলেন, “বৈঠকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এ সমস্যার দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়মিত যোগাযোগ রাখে এবং এর ফলস্বরূপ এই ইতিবাচক পরিবর্তন আসে।”

তিনি আরও জানান, যেসব কর্মীর সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (PLKS) ইতোমধ্যে রয়েছে, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা আবেদন করার প্রয়োজন নেই। PLKS নবায়নের সময় মাল্টিপল ভিসা স্বয়ংক্রিয়ভাবে ইস্যু হয়ে যাবে।

এছাড়াও, এখন থেকে যেসব বাংলাদেশি কর্মীদের PLKS বৈধ রয়েছে, তারা মাল্টিপল ভিসা ছাড়াই দেশে যাতায়াত করতে পারবেন। ইতোমধ্যে মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। উল্লেখ্য, মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে, তবে এতদিন শুধু বাংলাদেশিদেরই সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যা তাদের জন্য বড় এক ভোগান্তির কারণ ছিল। নতুন সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize