ভারতে টেসলার প্রথম শোরুম উদ্বোধন

Tesla opens first showroom in india

বিশ্বজুড়ে বিক্রিতে ধীরগতি মোকাবিলায় নতুন বাজার ধরতে ভারতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। মঙ্গলবার (১৫ জুলাই) ভারতের অর্থনৈতিক কেন্দ্রখ্যাত মুম্বাইয়ে কোম্পানির প্রথম শোরুম উদ্বোধন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ। উদ্বোধনের পর তা বিশেষ কিছু অতিথির জন্য উন্মুক্ত করা হয়, আর বুধবার থেকে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

ইলন মাস্কের মালিকানাধীন টেসলা শুরুতেই ভারতের বাজারে তাদের মডেল ওয়াই গাড়ি নিয়ে এসেছে। কোম্পানির ঘোষণা অনুযায়ী, চলতি প্রান্তিকে গাড়িটির তুলনামূলক সাশ্রয়ী সংস্করণও বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। টেসলার আঞ্চলিক পরিচালক ইসাবেল ফ্যান জানান, মুম্বাইয়ে প্রথম শোরুম চালুর মাধ্যমে ভারতের বাজারে কোম্পানির উপস্থিতি আনুষ্ঠানিকভাবে শুরু হলো। পাশাপাশি মুম্বাই ও দিল্লিতে শিগগিরই চার্জিং স্টেশন স্থাপনের কাজও শুরু হবে।

Tesla 20250715180103

তবে ভারতের উচ্চ আমদানি শুল্ক দীর্ঘদিন ধরে টেসলার পথকে জটিল করে তুলেছিল। এর আগে ইলন মাস্ক ভারতের এই কর কাঠামোকে বিশ্বের সর্বোচ্চ উল্লেখ করে সমালোচনা করেছিলেন। সম্প্রতি ভারত সরকার ঘোষণা দিয়েছে, কোনো বৈদ্যুতিক গাড়ি নির্মাতা যদি দেশে বিনিয়োগ করে উৎপাদন শুরু করে, তাহলে আমদানির ওপর কর ছাড় দেওয়া হতে পারে। যদিও টেসলা এখনো ভারতের মাটিতে কোনো কারখানা স্থাপনের ঘোষণা দেয়নি।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শুরুতে টেসলা চীন থেকে গাড়ি আমদানি করে ভারতের বাজারে বিক্রি করবে। যার ফলে, টেসলার মডেল ওয়াইয়ের দাম ভারতে প্রায় ৭০ হাজার ডলার হবে, যা যুক্তরাষ্ট্রে একই গাড়ির দামের প্রায় দ্বিগুণ। এই উচ্চ মূল্য ভারতে টেসলার সম্ভাব্য বিক্রিকে সীমিত করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার ভারতের বৈদ্যুতিক গাড়ি খাত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ২০২৪ সালে ভারতে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ছিল মোট গাড়ি বিক্রির মাত্র ৩ শতাংশের নিচে। বিশ্লেষক সৌমেন মণ্ডলের মতে, ভারতীয় ক্রেতাদের জন্য টেসলার মূল্য বেশ চড়া, ফলে এটি বিলাসবহুল গাড়ির বাজারেই প্রতিযোগিতা করবে। তার পূর্বাভাস—প্রথমে ৫০০ থেকে ৭০০ গাড়ি বিক্রি হলেও, তা দ্রুত ২০০-৩০০ ইউনিটে নেমে আসতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, যা চূড়ান্ত হলে টেসলার গাড়ির ওপর শুল্ক হ্রাস পেতে পারে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইলন মাস্কের মধ্যে ওয়াশিংটনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই আলোচনা ভবিষ্যতে টেসলার ভারতে উৎপাদন ও বিক্রির পথ সুগম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize