পাসপোর্ট সংশোধনে প্রবাসীদের যে নির্দেশনা দিল দূতাবাস

Instructions given by the embassy to expatriates on passport revision

দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের পাসপোর্ট সংশোধন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৫ জুলাই) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বছরের ৩০ জুন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়াও অনলাইন জন্ম নিবন্ধন সনদ (BRC) ব্যবহার করে পাসপোর্ট সংশোধনের আবেদন করা যাবে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ৮ জুলাইয়ের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। মূলত যেসব প্রবাসী এখনও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি, তারা যেন পাসপোর্ট সংশোধনের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সময়ে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের পাসপোর্টের নামের বানান, জন্মতারিখ, পিতামাতার নামসহ অন্যান্য তথ্য সংশোধনের জন্য BRC (Birth Registration Certificate) ব্যবহার করতে পারবেন। এতে অনেক প্রবাসী নাগরিকের দীর্ঘদিনের জটিলতা নিরসন হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের যথাসময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে অনুরোধ জানিয়েছে, যাতে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

বিস্তারিত তথ্য ও সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার বিভাগে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize