বিমানের অদ্ভুত ভুল, বিপাকে পাকিস্তানি যাত্রী

Strange mistake on plane, pakistani passenger in trouble

এক অদ্ভুত ভুলের কারণে করাচিগামী এক যাত্রীকে সৌদি আরব পাঠিয়ে দিল পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ‘এয়ারসিয়াল’। গত ৭ জুলাই ঘটনাটি ঘটে লাহোর বিমানবন্দর থেকে যাত্রার সময়। পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভুক্তভোগী মালিক শাহজাইন পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং করাচির বাসিন্দা। তিনি লাহোর থেকে করাচি যাওয়ার জন্য টিকিট কাটেন। কিন্তু ভুলক্রমে তিনি আন্তর্জাতিক রুটের একটি ফ্লাইটে উঠে পড়েন, যার গন্তব্য ছিল সৌদি আরব।

আরও বিস্ময়ের বিষয়, বোর্ডিং পাস যাচাই, নিরাপত্তা চেকসহ বিমানবন্দরের গুরুত্বপূর্ণ ধাপগুলো পার হলেও কেউ এই ভুল ধরতে পারেননি। সৌদি আরবে পৌঁছানোর পর বিষয়টি ধরা পড়ে এবং তখনই মালিক শাহজাইনকে পুনরায় পাকিস্তানে ফেরত পাঠানো হয়।

পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (সিএএ) জানিয়েছে, তারা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এক কর্মকর্তা জানান, এমন ঘটনা অত্যন্ত বিরল, যেখানে অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী ভুলবশত আন্তর্জাতিক গন্তব্যে পৌঁছে যান।

এ ঘটনার পর সাধারণ যাত্রীদের মধ্যে নিরাপত্তা এবং তদারকির প্রশ্নে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে তীব্র সমালোচনাও চলছে। তবে এয়ারসিয়াল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize