মালয়েশিয়ায় প্রবাসীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

Sexual harassment allegations against expatriate in malaysia

মালয়েশিয়ার মেলাকা হাসপাতালের অপারেশন থিয়েটারে এক নার্সকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে মোহাম্মদ আবু বসির বোখারী নামের এক বাংলাদেশির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৪ জুলাই) মালয়েশিয়ার আয়ের কেরোহ ম্যাজিস্ট্রেট আদালতে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়। তবে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন ৩০ বছর বয়সী বোখারী।

স্থানীয় সংবাদমাধ্যম এনএসটি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত ৯ জুন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মেলাকা হাসপাতালের ৪ নম্বর অপারেশন থিয়েটারে ৩২ বছর বয়সী এক নারীকে যৌনভাবে হেনস্তার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি।

বোখারীর বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৫৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এই ধারায় দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, অর্থদণ্ড, বেত্রাঘাত অথবা একাধিক দণ্ড একসাথে হতে পারে।

আদালত আবু বোখারীকে ৪ হাজার রিঙ্গিত মূল্যের জামিনে মুক্তি দেওয়ার অনুমতি দেয়। তবে শর্তস্বরূপ, তাকে মেলাকায় বসবাসরত দু’জন মালয়েশিয়ান জামিনদার দিতে হবে, প্রতি মাসে বুকিত বারু পুলিশ স্টেশনে রিপোর্ট করতে হবে এবং আদালতে নিজের পাসপোর্ট জমা দিতে হবে।

মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৮ জুলাই নির্ধারণ করা হয়েছে। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize