মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের দূতাবাস সংক্রান্ত সেবা আরও সহজ করতে এবার জোহর প্রদেশে স্থায়ী কনস্যুলেট জেনারেল অফিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। কুয়ালালামপুর সফরে এসে এ সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
১০ জুলাই কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবন পরিদর্শনকালে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রবাসীদের সেবা নিশ্চিতে জোহর বাহরুতে কনস্যুলেট স্থাপনের অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে। খুব শিগগিরই এর কার্যক্রম শুরু হবে।” এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান হাইকমিশনার মো. শামীম আহসানসহ মিশনের কর্মকর্তারা।
আরও পড়ুন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাইরেও বাংলাদেশিদের কনস্যুলার সেবা পৌঁছে দিতে জোহর ছাড়াও পেনাংয়ে কনস্যুলেট খোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। তিনি প্রবাসীদের কল্যাণে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক ও পেশাদার আচরণ নিশ্চিত করার আহ্বান জানান। বিশেষ করে পাসপোর্ট ও অন্যান্য জরুরি সেবার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনের কর্মকর্তা ও কর্মীদের সততা, নিষ্ঠা ও দলগত চেতনায় কাজ করার নির্দেশনা দেন এবং মিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, হাইকমিশনের যেকোনো প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।
পরে হাইকমিশনের মিলনায়তনে আয়োজিত এক সভায় হাইকমিশনের কার্যক্রম সংক্রান্ত একটি উপস্থাপনা তুলে ধরা হয়। সভা শেষে মালয়েশিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি হাইকমিশনে স্থাপিত কমার্শিয়াল ডিসপ্লে সেন্টারও ঘুরে দেখেন।