ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে ডিজেলবাহী একটি মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। আগুনে পুড়ে গেছে ট্রেনটির চারটি ওয়াগন, যার ফলে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের ওয়াগনগুলো থেকে বের হতে দেখা গেছে বিশাল অগ্নিশিখা ও ঘন কালো ধোঁয়ার কুন্ডলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দূর থেকে অনেকেই ওই ভয়াবহ আগুনের দৃশ্য ধারণ করছেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে মোট ৪৫টি ডিজেল ট্যাংকার ছিল, যা চেন্নাই থেকে ওয়ালাজাহবাদের দিকে যাচ্ছিল। একটি ট্যাংকারে হঠাৎ আগুন লাগার পর দ্রুত তা আশপাশের ট্যাংকারগুলোতেও ছড়িয়ে পড়ে, ফলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।
আরও পড়ুন
অগ্নিকাণ্ডের পরপরই ওই রুটে সবধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং উচ্চপদস্থ কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে গাফিলতির প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত ট্রেন সরিয়ে দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।