ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি তরুণী এবং তাকে সহায়তা করা ভারতীয় প্রেমিককে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সেপাহিজলা জেলায়। বর্তমানে তারা ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ এই যুগলকে আটক করে এবং পরে স্থানীয় থানার পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেপ্তার হওয়া তরুণীর নাম প্রকাশ না করা হলেও জানা গেছে, তিনি বাংলাদেশের বগুড়া জেলার বাসিন্দা। তার প্রেমিক দত্ত যাদব কর্ণাটকের নাগরিক।
পুলিশ জানায়, ওই তরুণী একসময় মুম্বাইয়ের একটি বিউটি পার্লারে কাজ করতেন এবং পরবর্তীতে বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। সেখানেই দত্ত যাদবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বাংলাদেশে ফিরে গেলেও প্রেমিকের অনুরোধে ফের ভারতে আসেন তিনি। কিন্তু বৈধ কাগজপত্র, যেমন পাসপোর্ট বা ভিসা না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে অবৈধ অনুপ্রবেশে সহায়তার দায়ে দত্ত যাদবকেও আটক করা হয়।
আরও পড়ুন
তদন্তে জানা গেছে, তারা ত্রিপুরা হয়ে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু সীমান্ত অতিক্রমের সময় বিএসএফের নজরে পড়ে যান তারা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইন, ফরেনারস অ্যাক্ট এবং সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ত্রিপুরা পুলিশের এক কর্মকর্তা জানান, তদন্ত চলছে— এই অনুপ্রবেশের পেছনে কোনো দালাল বা মানব পাচার চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এই ঘটনা বড় কোনো চক্রের অংশ কি না, তাও অনুসন্ধান করা হচ্ছে।