কলকাতা বিমানবন্দরে মাঝরাতে একটি আন্তর্জাতিক ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে থাই লায়ন এয়ারলাইন্সের ব্যাংককগামী বিমান। শনিবার রাত ১টা ২৩ মিনিটে ১৫১ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে থাই লায়নের বিমান টিএলএম-২৪২। এরপর নির্ধারিত সূচি অনুযায়ী একই বিমান রাতেই আবার যাত্রী নিয়ে ব্যাংকক রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
ঘণ্টাখানেক পর বিমানটি নির্দিষ্ট ট্যাক্সিওয়ে ধরে রানওয়েতে গিয়ে দাঁড়ায়। তখন দু’টি ইঞ্জিনই চালু ছিল এবং ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রাত ২টা ৩৫ মিনিটে বিমান যখন ‘পুশব্যাক’-এর পর রানওয়েতে গতি নিতে যাচ্ছিল, ঠিক তখনই পাইলট ফ্ল্যাপ সেট করতে গিয়ে যান্ত্রিক ত্রুটির মুখে পড়েন। এ অবস্থায় পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি ফের পার্কিং বে-তে ফিরিয়ে আনেন।
বিমানে থাকা ১৩০ জন যাত্রীকে প্রথমে ফ্লাইটের ভেতরেই অপেক্ষা করিয়ে রাখা হয় এবং তাৎক্ষণিকভাবে মেরামতের কাজ শুরু করেন সংস্থার টেকনিক্যাল টিম। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পরও সমস্যা সমাধান না হওয়ায় ভোর সাড়ে ৫টার দিকে যাত্রীদের জানানো হয়, বিমানটি আর নির্ধারিত সময়ে ব্যাংকক যাবে না। পরে বিমান সংস্থার পক্ষ থেকে যাত্রীদের হোটেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সমস্যাকবলিত বিমানটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের, যার রেজিস্ট্রেশন নম্বর এইচএস-এলজিএস। ৯ বছর পুরোনো মাঝারি পাল্লার এই বিমানটি ১৬০–১৭৮ জন যাত্রী পরিবহনে সক্ষম। উল্লেখ্য, বোয়িংয়ের এই মডেল নিয়ে অতীতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার অভিযোগ উঠেছিল। ২০১৮ ও ২০১৯ সালে লায়ন এয়ার ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের দুটি ফ্লাইট বিধ্বস্ত হলে বৈশ্বিকভাবে এই মডেল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
এরপর ডিজাইন ও নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনাসহ পাইলটদের জন্য নতুন প্রশিক্ষণের ব্যবস্থা করে বোয়িং কোম্পানি। দেশজুড়ে সম্প্রতি বিমান নিরাপত্তা পরীক্ষায় কড়াকড়ি আরোপ করা হয়েছে, বিশেষ করে আমদাবাদের সাম্প্রতিক দুর্ঘটনার পর। থাই লায়ন এয়ারলাইন্স জানিয়েছে, প্রয়োজনীয় মেরামতের পর রোববার ভোর ৪টার দিকে বিমানটি আবার ব্যাংককগামী যাত্রা করবে।