মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন বাংলাদেশি নাগরিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (৫ জুলাই) ঢাকার একটি আদালত এই আদেশ দেন।
বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক বখতিয়ার জানান, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় শুক্রবার তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এম. মিজবাহ উর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ২৭ জুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানান, উগ্র জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দেশটিতে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে তিন ধাপে পরিচালিত অভিযানে সেলাঙ্গর ও জোহর প্রদেশ থেকে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শাহ আলম ও জোহর বাহরু আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মালয়েশিয়ায় চলমান বিচারিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।