মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুটি ট্রাকের সঙ্গে পর্যটকবাহী একটি বাসের সংঘর্ষে অন্তত দুইজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে কুয়ালালামপুর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আয়ের হিতাম শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এবং সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।
আয়ের হিতামের অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগের প্রধান মোহাম্মদ শামিন মোহাম্মদ সালিকিন জানিয়েছেন, দুর্ঘটনায় একটি ভলভো ট্রাক, একটি ট্যাঙ্কার এবং একটি পর্যটকবাহী বাস জড়িত ছিল। সংঘর্ষের ফলে বাসের ভেতরে দু’জন যাত্রী আটকা পড়েন। পরে উদ্ধারকর্মীরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। নিহতরা দু’জনই ইন্দোনেশীয় নাগরিক।
বাসচালকসহ অন্তত ১৬ জন আহত হন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসে থাকা আরও ২৮ জন যাত্রী অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি। সরকারি তথ্য অনুযায়ী, প্রতিদিন দেশটিতে গড়ে ১৮ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। ফলে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
প্রসঙ্গত, এক মাসেরও কম সময়ের ব্যবধানে আয়ের হিতামে এটি দ্বিতীয় বড় ধরনের বাস দুর্ঘটনা। এ প্রেক্ষাপটে দেশটির সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ দূরপাল্লার বাসে সিটবেল্ট বাধ্যতামূলক করার উদ্যোগ জোরদার করেছে।