কুয়ালালামপুর, ২ জুলাই: মালয়েশিয়ায় ৬৭ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশি, মো. ফিরোজ্জল মামুনের বিরুদ্ধে দুই কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত ৮ জুন বিকেলে ক্লুয়াংয়ের একটি সুপারশপে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। মামুন বর্তমানে গৃহহীন অবস্থায় রয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, ১১ ও ১২ বছর বয়সী দুই কিশোরী সুপারশপে জিনিসপত্র কিনতে গেলে মামুন তাদের যৌন হয়রানি করেন। এ সময় সুপারশপের কয়েকজন ক্রেতা ও কর্মী তাকে হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশের কাছে সোপর্দ করে। এই ঘটনার সিসিটিভি ফুটেজও প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হয়েছে।
মো. ফিরোজ্জল মামুনকে মালয়েশিয়ার দ্য চিলড্রেনস সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট ২০১৭-এর ১৪(এ) ধারায় অভিযুক্ত করা হয়েছে। এই আইনে শিশুদের ওপর যৌন হয়রানির জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে, যার মধ্যে রয়েছে কারাদণ্ড ও জরিমানা।
আরও পড়ুন
বুধবার আসামিকে আদালতে হাজির করা হলে তিনি মালয় ভাষা বুঝতে না পারায় বিচারকের সামনে কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি। আদালত তাকে জামিনও দেননি। দোভাষীর ব্যবস্থা করার জন্য আগামী ১০ জুলাই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।