ভারতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত

At least 34 killed in chemical factory explosion

ভারতের তেলঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪ জন। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। সোমবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সিগাচি কেমিক্যালস নামক একটি কারখানায়।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় কারখানাটিতে প্রায় ৯০ জন শ্রমিক কর্মরত ছিলেন। বিস্ফোরণে ছাদ উড়ে গিয়ে শত মিটার দূরে গিয়ে পড়ে এবং বেশ কয়েকটি মরদেহ কারখানার বাইরে ছিটকে পড়ে থাকতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী দীর্ঘ সময় ধরে চেষ্টা চালায়। পরে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালানো হয়, এবং তখনই বাড়তে থাকে নিহতের সংখ্যা।

Screenshot 36 original 175136013

তেলঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজানরসিং জানান, বিস্ফোরণের ধাক্কায় কারখানার ছাদ ছিন্নভিন্ন হয়ে যায়। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত নিহতদের মধ্যে মাত্র চারজনকে শনাক্ত করা গেছে; বাকিদের পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে শোক প্রকাশ করে নিহতদের পরিবারপ্রতি ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “এই দুর্ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা রইল।”

বিস্ফোরণের কারণ হিসেবে প্রাথমিকভাবে রাসায়নিক বিক্রিয়াজনিত ত্রুটিকেই সন্দেহ করা হচ্ছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই ঘটনাটির স্বচ্ছ তদন্ত দাবি করে রাজ্য সরকারের ওপর চাপ বাড়িয়েছে বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং রাজ্যপাল জিষ্ণু দেববর্মা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

City 2025