ফের ভারতগামী বিমানে মিলল জীবন্ত সাপ

Live snake found on india bound flight again

মুম্বাই বিমানবন্দরে ফের মিলল জীবন্ত সাপ। থাইল্যান্ড থেকে আগত এক যাত্রীর কাছ থেকে বিভিন্ন প্রজাতির ১৬টি জীবন্ত সাপ জব্দ করেছে ভারতের কাস্টমস কর্তৃপক্ষ। চলতি জুন মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। এতে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্র নিয়ে উদ্বেগ বাড়ছে।

রোববার (২৯ জুন) মুম্বাই বিমানবন্দরে ওই যাত্রীকে আটক করা হয়। কাস্টমসের এক বিবৃতিতে জানানো হয়েছে, সাপগুলো বিষাক্ত না হলেও এগুলো পোষা প্রাণীর বাজারে বিক্রির জন্য পাচার করা হচ্ছিল। জব্দ হওয়া প্রজাতিগুলোর মধ্যে ছিল গার্টার স্নেক, গণ্ডার র্যাট স্নেক এবং কেনিয়ান স্যান্ড বোয়া।

এর আগে জুন মাসের শুরুতেই থাইল্যান্ড থেকে ফেরা আরেক যাত্রীর কাছ থেকে বিষাক্ত সাপ পাচারের চেষ্টা ধরা পড়ে। একই মাসে আরেক যাত্রীকে আটক করা হয় ১০০টির বেশি টিকটিকি, পাখি ও গাছে চড়া প্রাণীসহ। এমন ধারাবাহিকতায় বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা ‘ট্রাফিক’ সতর্ক করে বলেছে, থাইল্যান্ড-ভারত রুটে বন্যপ্রাণী পাচারের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে।

ট্রাফিকের পরিসংখ্যান অনুযায়ী, গত সাড়ে তিন বছরে এই বিমান রুটে ৭ হাজারেরও বেশি জীবিত ও মৃত প্রাণী জব্দ করা হয়েছে। মুম্বাইয়ে সাধারণত সোনা, নগদ অর্থ বা মাদক চোরাচালানের ঘটনা বেশি হলেও এখন প্রাণী পাচারও নিয়মিত ঘটছে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে মুম্বাই কাস্টমস কর্তৃপক্ষ এক চোরাচালানকারীকে আটক করে, যার লাগেজে ছিল বিপন্ন প্রজাতির পাঁচটি সিয়ামাং গিবন বানর। এছাড়া নভেম্বরে জব্দ করা হয় ১২টি কচ্ছপ, এবং আগের মাসেই ধরা পড়ে চারটি হর্নবিল পাখি বহনকারী এক যাত্রী। সেপ্টেম্বরে দুই যাত্রীর লাগেজে পাওয়া যায় পাঁচটি কিশোর কেম্যান—যা কুমির পরিবারের সদস্য।

বিমানবন্দরে ক্রমবর্ধমান এসব ঘটনা আন্তর্জাতিক পাচারচক্র ও বন্যপ্রাণী সংরক্ষণে ভারতের সীমান্ত নিরাপত্তা ও নজরদারির বিষয়টিকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

City 2025