নেপালের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

Bangladesh ambassador presents credentials to nepal president

নেপালে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান সে দেশের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেলের কাছে তাঁর পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে পেশ করেছেন। সোমবার (২৩ জুন) নেপালের রাজধানী কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পরিচয়পত্র পেশের সময় রাষ্ট্রদূত শফিকুর রহমান নেপালের রাষ্ট্রপতি, তাঁর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া আন্তরিক অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

1750744921.unnamed

শফিকুর রহমান পেশাদার কূটনীতিক হিসেবে তাঁর প্রথম রাষ্ট্রদূতীয় দায়িত্ব পালন করতে চলতি বছরের ১১ জুন নেপালে পৌঁছান। এটি তাঁর প্রথম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন। এর আগে তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।

রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের শুরুতেই শফিকুর রহমান বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য, সংস্কৃতি ও আঞ্চলিক সংযোগ জোরদারের প্রতি গুরুত্বারোপ করেন বলে জানা গেছে। দুদেশের সম্পর্কের ইতিবাচক ধারাকে আরও গতিশীল করতে কাজ করবেন বলেও জানান তিনি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize