২০ লাখ টাকার জুয়েলারিসহ ব্যাগ ছিনিয়ে নিল বানর, অতঃপর…

Monkey snatches bag containing jewelry worth 2 million taka, then...

মানুষ ও বানরের মজার সম্পর্ক নতুন কিছু নয়। লোকালয়ে বানরের দুষ্টুমি কিংবা খেলা দেখানো প্রায়শই দেখা যায়। তবে এবার এক ব্যতিক্রমধর্মী ঘটনায় ভারতের উত্তর প্রদেশের বৃন্দাবনে ঠাকুর বাঁকে বিহারী মন্দিরে এক পুণ্যার্থীর ২০ লাখ টাকার হীরার গহনার ব্যাগ ছিনিয়ে নেয় এক বানর। ঘটনার পরপরই পুলিশকে হিমশিম খেতে হয় সেই ব্যাগ উদ্ধার করতে।

হীরা ব্যবসায়ী অভিষেক আগরওয়াল তার পরিবারসহ মন্দিরে প্রার্থনার জন্য গিয়েছিলেন। শুক্রবার সকালে প্রার্থনা শেষে গাড়ির দিকে যাওয়ার সময় এক বানর তার হাতে থাকা মূল্যবান গহনাভর্তি ব্যাগটি ছোঁ মেরে নিয়ে পালায়। ব্যাগে হীরা ছাড়াও অন্যান্য দামী অলঙ্কার ছিল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন অভিষেক ও তার পরিবার।

প্রথমে স্থানীয়দের পরামর্শে বানরটিকে খাবার দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করা হলেও তাতে কাজ হয়নি। পরে বাধ্য হয়ে পুলিশে অভিযোগ করেন তিনি। পুলিশ দীর্ঘ আট ঘণ্টার অভিযানে বানরটিকে চিহ্নিত করে এবং অবশেষে একটি জায়গায় ব্যাগটি ফেলে দেওয়ার পর তা উদ্ধার করতে সক্ষম হয়। ব্যাগে থাকা জিনিসপত্র অক্ষত ছিল বলে নিশ্চিত করেছেন সার্কেল অফিসার সন্দীপ সিং।

তিনি জানান, “আমরা সবসময় এমন ঘটনার জন্য প্রস্তুত থাকি। সৌভাগ্যক্রমে কোনো ক্ষতি ছাড়াই ব্যাগটি মালিকের কাছে ফিরিয়ে দিতে পেরেছি।” স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, বৃন্দাবন এলাকায় বানরের উপদ্রব দীর্ঘদিনের সমস্যা। প্রায়ই ভক্তদের জিনিসপত্র—যেমন চশমা, টুপি কিংবা খাবার ছিনিয়ে নেয় বানরের দল।

এই ধরনের ঘটনা রোধে ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ মনে করছে, ভক্তদের আরও সচেতনতা এবং সজাগ দৃষ্টি প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন বিব্রতকর পরিস্থিতি এড়ানো যায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize