প্রেমিককে দিয়ে নাবালিকা মেয়েকে লাগাতার গণধর্ষণ, গ্রেপ্তার মা ও প্রেমিক

Minor girl repeatedly gang raped by boyfriend, mother and boyfriend arrested

প্রেমিক ও তাঁর সঙ্গীকে দিয়ে নিজের নাবালিকা মেয়েকে গণধর্ষণ করানোর অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। হরিদ্বারে শিউরে ওঠার মতো এই ঘটনায় বুধবার গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলাকে। পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তাঁর প্রেমিকও। যদিও আরও এক অভিযুক্ত এখনও পলাতক। অভিযুক্ত মহিলা হরিদ্বারের বাসিন্দা এবং বিজেপির কর্মী, আগে স্থানীয় স্তরে দলের নেতৃত্বেও ছিল বলে পুলিশ সূত্রের খবর।

বারবার অত্যাচার নাবালিকাকে:
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলা স্বামীর থেকে আলাদা থাকেন। কয়েক মাস কোনও ঝামেলা হয়েছিল, তার পর থেকেই আলাদা থাকেন তারা। মহিলার বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর ১৩ বছরের মেয়েকে জোর করে মদ্যপান করিয়েছিলেন যাতে অভিযুক্তরা ধর্ষণ করতে পারে। পুলিশ জানিয়েছে, এই ঘটনা একবার ঘটেনি। নাবালিকার উপর টানা কয়েকমাস ধরে বারবার অত্যাচার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, প্রথম গণধর্ষণের ঘটনা ঘটেছিল চলতি বছরের জানুয়ারিতে। একটি গাড়ির মধ্যে তাকে শারীরিক ভাবে হেনস্থা করা হয়। সেই সময়ে ওই গাড়িতেই উপস্থিত ছিলেন অভিযুক্ত মহিলা অর্থাৎ নাবালিকার মা। সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রের খবর, সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, মার্চ পর্যন্ত এই ঘটনা চলে। অভিযুক্তরা ওই নাবালিকাকে নিয়ে আগ্রা ও বৃন্দাবন যায়। পুলিশ জানিয়েছে, অন্তত আট বার ওই নাবালিকা গণধর্ষণের শিকার হয়েছে, প্রতিবারই তার মা সামনে উপস্থিত ছিলেন। পুলিশি তদন্তে জানা গিয়েছে, হরিদ্বারে একটি হোটেল অভিযুক্ত মহিলা এবং তাঁর প্রেমিকের নামে লিজ় নেওয়া হয়েছে। সেই হোটেলেও নাবালিকার উপর অত্যাচার করা হয়েছে। মুখ খুললে তাকে এবং তার বাবাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ।

Bjp 20250606 165044809

কী ভাবে সামনে এল গণধর্ষণের ঘটনা?
মাসের পর মাস এই অত্যাচার সহ্য করার পরে এক সময়ে ওই নাবালিকার ধৈর্যের বাঁধ ভাঙে। গোটা ঘটনা বাবার কাছে খুলে বসে সে। গত মঙ্গলবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। বুধবার মামলা দায়ের করে পুলিশ। গণধর্ষণ-সহ একাধিক ধারা এবং পস্কো ধারায় মামলা রুজু হয়েছে।

হরিদ্বারের এসএসপি প্রামেন্দ্র দোবাল সংবাদমাধ্যমককে জানিয়েছেন, ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষা হয়েছে। সেখানে যৌন নির্যাতনের চিহ্ন মিলেছে। তার পরেই ওই মহিলা এবং তাঁর প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের সামনে নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে। ফেরার অভিযুক্তের খোঁজে একটি টিম তৈরি করেছে পুলিশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize