অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিমানের ১৮০ যাত্রী

180 passengers of biman narrowly escape with their lives

চেন্নাই বিমানবন্দরে অবতরণের মুহূর্তে হঠাৎ প্রতিকূল বাতাসের কারণে বিপদের মুখে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। বুধবার (২৮ মে) সকাল ১০টা ১৫ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা এআই-৩৪৭ ফ্লাইটটি রানওয়ের কাছাকাছি পৌঁছেই নিরাপত্তাজনিত কারণে অবতরণ বাতিল করে পাইলট।

পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে ১৮০ যাত্রীসহ বিমানটি মাটি ছোঁয়ার কয়েকশ’ ফুট আগে ফের আকাশে উঠে যায় এবং প্রায় আধঘণ্টা ধরে চেন্নাইয়ের আকাশে চক্কর দেয়। পরে সকাল ১০টা ৩৭ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।

চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অবতরণের সময় হঠাৎ করে বাতাসের দিক ও গতি পরিবর্তন হয়, যা বিমানের স্থিতিশীল অবতরণে বিঘ্ন সৃষ্টি করে। এই পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় পাইলট তাৎক্ষণিকভাবে অবতরণ স্থগিত করেন।

এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি বিমানবন্দর এলাকা জুড়ে প্রায় ৩০ মিনিট ধরে আকাশে চক্কর দেয় এবং পরে নির্ধারিত সময়ের কিছুটা পরেই নিরাপদে নামানো হয়।

বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, “যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। পাইলট সঠিক সময়ে যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন, যা বড় কোনো দুর্ঘটনা থেকে সবাইকে রক্ষা করেছে।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize