সম্প্রতি দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের আবহে কলকাতা বিমানবন্দরে ঘটেছে এক চমকপ্রদ ঘটনা। হাওড়ার পাঁচলা এলাকার এক যুবক গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে নিরাপত্তা চেকপয়েন্টে তার হাতব্যাগ থেকে ২৪টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হয়। বিষয়টি সঙ্গে সঙ্গেই সন্দেহের উদ্রেক করে।
সাধারণত বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও ভারতীয় পাসপোর্ট সংগ্রহের ঘটনা শোনা গেলেও, ভারতীয় নাগরিকের কাছে একসঙ্গে এত বাংলাদেশি পাসপোর্ট থাকা বিরল ও বিপজ্জনক বলেই মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে উদ্ধারকৃত সব পাসপোর্টই বৈধ এবং সেগুলি বাংলাদেশের শিক্ষার্থীদের নামে নিবন্ধিত বলে নিশ্চিত করেছে অভিবাসন দপ্তর।
জিজ্ঞাসাবাদে যুবক দাবি করেন, বাংলাদেশের এক পরিচিত ব্যক্তি, যিনি একটি কুরিয়ার সংস্থার সঙ্গে যুক্ত, তাঁকে পাসপোর্টগুলি বাংলাদেশের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে অনুরোধ করেন। জানা গেছে, এসব পাসপোর্ট এস্টোনিয়ায় পড়াশোনার জন্য আবেদন করা শিক্ষার্থীদের, যাদের ভিসার আবেদন বাতিল হয়েছে। কারণ এস্টোনিয়ার দূতাবাস বাংলাদেশে না থাকায়, বাংলাদেশি শিক্ষার্থীরা ভারত থেকেই ভিসার আবেদন করে থাকেন।
আরও পড়ুন
সাধারণত এই ধরনের পাসপোর্ট বিনিময়ের কাজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সম্পন্ন হয়। কিন্তু ওই যুবকের সঙ্গে কোনো ধরনের কুরিয়ার লাইসেন্স না থাকা ও বর্তমান ভারত-বাংলাদেশ সম্পর্কের উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে তার এই কাজ কর্তৃপক্ষের কাছে গভীর সন্দেহের জন্ম দেয়।
সিআইএসএফ যুবককে অভিবাসন দপ্তরের কাছে হস্তান্তর করে এবং প্রাথমিক তদন্ত শেষে শনিবার পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনার নেপথ্যে আরও কোনো চক্র বা অসাধু উদ্দেশ্য জড়িত আছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।