মালয়েশিয়ায় বাসে নারীর শ্লীলতাহানি, বাংলাদেশি যুবক গ্রেফতার

Bangladeshi youth arrested for molesting woman on bus in malaysia01

মালয়েশিয়ায় চলন্ত এক্সপ্রেস বাসে এক নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ঘটনাটি ঘটে মেলাকা সেন্ট্রালগামী একটি বাসে, যেখানে অভিযুক্ত যুবক ভুক্তভোগী নারীর পাশের আসনে বসেছিলেন।

ঘটনার সময় সাহসিকতার সঙ্গে ওই নারী নিজেই অভিযুক্তের অশোভন আচরণের ভিডিও ধারণ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়। এতে দেখা যায়, যুবকটি তার অনুমতি ছাড়াই শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিচ্ছেন, যা পরিষ্কারভাবে যৌন হয়রানির শামিল।

বাসটি গন্তব্যে পৌঁছালে ভুক্তভোগীর বাবা অভিযুক্তের মুখোমুখি হন এবং তীব্র ভাষায় তার প্রতিবাদ জানান। ঘটনাস্থলে উপস্থিত অন্য যাত্রীরাও এই অপ্রীতিকর পরিস্থিতির সাক্ষী হন। পরবর্তীতে ওই নারী মালয়েশিয়ান পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভিডিওটি প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে বলে জানিয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। একইসঙ্গে গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ঘটনাটি নারীর নিরাপত্তা ও যৌন হয়রানিবিরোধী সচেতনতায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize