জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফেরা শুরু

Voluntary return from malaysia begins with fine

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সোমবার (১৯ মে) থেকে শুরু করেছে ‘প্রত্যাবাসন কর্মসূচি ২.০’। এর উদ্দেশ্য হলো অবৈধভাবে দেশটিতে অবস্থানরত বিদেশিদের একটি মানবিক, সুশৃঙ্খল ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ করে দেওয়া।

ইমিগ্রেশন বিভাগ তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টে জানায়, প্রথম দিন থেকেই কর্মসূচিতে অভিবাসীদের অংশগ্রহণ ছিল বেশ উৎসাহব্যঞ্জক। মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে অবস্থানরত অভিবাসীরা কেন্দ্রে এসে নিজেদের কাগজপত্র উপস্থাপন করেন এবং ফেরার প্রস্তুতি গ্রহণ করেন।

কর্মকর্তারা জানান, কাগজপত্র যাচাই, প্রক্রিয়াকরণ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। পুরো কর্মসূচি স্বচ্ছতা, দক্ষতা এবং সততার ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে, যাতে দেশের অভিবাসন নিয়ন্ত্রণ আরও কার্যকর ও নিরাপদ হয়।

ইমিগ্রেশন বিভাগ এ কর্মসূচিকে শুধু অভিবাসীবান্ধব পদক্ষেপ বলেই দেখছে না, বরং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার দিক থেকেও একে গুরুত্বপূর্ণ বলে মনে করছে। ভবিষ্যতে আরও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধ অভিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন সুযোগ থাকাকালীন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আইনগত জটিলতা এড়িয়ে শান্তিপূর্ণভাবে নিজ দেশে ফেরার পথ বেছে নেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post