পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা এয়ার সিয়ালকে ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ফ্লাই জিন্নাহর পর এটি দ্বিতীয় পাকিস্তানি বিমান সংস্থা, যাকে বাংলাদেশ-পাকিস্তান রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়া হলো।
সোমবার (১৯ মে) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বেবিচকের একটি দায়িত্বশীল সূত্র। সূত্রটি জানায়, আনুষ্ঠানিক অনুমতির পর এয়ার সিয়াল এখন জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ এবং ফ্লাইট স্লট বরাদ্দের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করবে।
এয়ার সিয়ালের ফ্লাইট চালু হলে শুধু পাকিস্তানের অভ্যন্তরেই নয়, করাচি ট্রানজিট হিসেবে ব্যবহার করে বাংলাদেশি যাত্রীরা বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন
২০১৫ সালের আগস্টে যাত্রা শুরু করা এয়ার সিয়াল পাকিস্তানের একটি উদীয়মান বেসরকারি এয়ারলাইন। এর আগে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) ঢাকা-পাকিস্তান রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করত।
তবে ২০১৮ সালে যাত্রীসংখ্যা কমে যাওয়া এবং আর্থিক ক্ষতির অজুহাতে পিআইএ রুটটি বন্ধ করে দেয়। এর আগে ২০১৫ সালে জাল মুদ্রা চোরাচালানের অভিযোগে ঢাকায় পিআইএর স্টেশন ব্যবস্থাপক আলী আব্বাসকে আটক করে বাংলাদেশ পুলিশ। এ ঘটনার পর একাধিকবার তল্লাশির মুখে পড়ে সংস্থাটি, যার প্রেক্ষিতে তারা ফ্লাইট পরিচালনা সম্পূর্ণ বন্ধ করে দেয়।