বাংলাদেশি পর্যটকদের জন্য ভুটান ভ্রমণ এখন আরও সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক হতে চলেছে। ভুটান ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (বিটিসিএল) বাংলাদেশিদের জন্য দীর্ঘদিনের কিছু বড় প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নিয়েছে। সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি (এসডিএফ) উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পাশাপাশি, বড় আকারের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে বাংলাদেশের ভ্রমণপিপাসুদের জন্য ভুটান হয়ে উঠবে আরও আকর্ষণীয় এক গন্তব্য।
বিটিসিএল জানায়, আগে প্রতি পর্যটকের জন্য এসডিএফ ছিল ২০০ মার্কিন ডলার, যা কমিয়ে এখন মাত্র ১৫ ডলারে নামিয়ে আনা হয়েছে। এর পাশাপাশি জুলাই মাস থেকে ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে বড় এয়ারবাস ফ্লাইট, যা একসঙ্গে ১২০ যাত্রী পরিবহন করতে পারবে। এখন যেখানে মাসে ৮টি ছোট ফ্লাইটে সর্বোচ্চ ৩২০ জন যাত্রী পরিবহন করা হয়, সেখানে এই সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়াবে ৬০০ জনে।
আরও পড়ুন
চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। সভায় বিটিসিএলের এক্সিকিউটিভ ডিরেক্টর চেনচো শেরনিং বলেন, “এসডিএফ কমানো এবং বড় ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ থেকে দ্বিগুণ পর্যটক ভুটানে ভ্রমণ করতে পারবে।” তিনি আরও জানান, ২০২৬ সালের মধ্যে তিন লাখ পর্যটক আনতে চায় ভুটান সরকার, যার একটি বড় অংশ বাংলাদেশ থেকেই প্রত্যাশিত।
বাংলাদেশি পর্যটকদের সহায়তায় ঢাকায় বিটিসিএল একটি অফিস চালু করেছে, যেখানে ট্যুর প্যাকেজ, টিকেট বুকিং এবং অন্যান্য সহায়তা দেওয়া হবে। জি-টেক এভিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তানভীর আহমেদ বলেন, “ঢাকায় অফিস খোলায় এখন থেকে বাংলাদেশিদের ভুটান ভ্রমণের অভিজ্ঞতা আরও সহজ ও সুবিধাজনক হবে।”
সভায় অংশ নেওয়া বিভিন্ন ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা ভুটানে বাংলাদেশের এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার অনুমতির দাবি জানান। তারা বলেন, এতে টিকিটের ভাড়া কমে আসবে এবং প্রতিযোগিতা সৃষ্টি হবে। পাশাপাশি, অনলাইনে টিকিট বুকিংয়ের সুবিধা চালু হলে অনেক বেশি পর্যটক ভুটান ভ্রমণে আগ্রহী হবেন।
বর্তমানে ঢাকা থেকে দেড় ঘণ্টার ফ্লাইটে ভুটান যাওয়া যায়। যাতায়াত খরচ প্রায় ৪৭ হাজার ৫০০ টাকা হলেও গ্রুপ ট্যুরে গেলে খরচ কমে প্রায় ১৯ হাজার টাকায় নামিয়ে আনা সম্ভব। এই প্যাকেজে থাকা, খাওয়া, ট্রান্সফার এবং ট্যুর গাইড সব অন্তর্ভুক্ত থাকে। ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থার কারণে এটি বাংলাদেশিদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।