মালয়েশিয়ায় মা হারানো মেয়ে নিয়ে বিপাকে এক বাংলাদেশি

A bangladeshi man in trouble with his daughter who lost her mother in malaysia

মালয়েশিয়ায় স্ত্রী মারা যাওয়ার পর ৭ বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আলাউদ্দিন। স্ত্রীর শোক কাটতে না কাটতেই এবার ভিসা জটিলতা তার জীবনকে আরও কঠিন করে তুলেছে।

২০১৭ সালে মালয়েশিয়ার নাগরিক নূর শাইল্লাহ রেবতী আবদুল্লাহকে বিয়ে করেন আলাউদ্দিন। তাদের একমাত্র সন্তান সিতি আমিনার জন্মের পর, রেবতী আবদুল্লাহ দীর্ঘদিন অসুস্থ থাকার পর সম্প্রতি মারা যান।

স্ত্রীর মৃত্যুর পর মেয়ের সম্পূর্ণ দায়িত্ব আলাউদ্দিনের ওপর বর্তায়। ফলে তিনি কাজে যেতে পারেন না। মেয়ে মালয়েশিয়ার নাগরিক হওয়ায় সরকার থেকে মাসে ৩০০ রিঙ্গিত সহায়তা পান, যা দিয়ে তাদের সংসার চলে।

আলাউদ্দিন জানান, মেয়ে আমিনাও জরায়ু, শ্রবণ ও কিডনি সমস্যা এবং ডান হাতের বিকৃতি নিয়ে জন্মেছে, তাই তার অতিরিক্ত যত্ন প্রয়োজন।

সবচেয়ে বড় সমস্যা হলো, আলাউদ্দিনের অস্থায়ী ভিজিট পাসের মেয়াদ আগামী ২৭ মে শেষ হয়ে যাবে, এরপর তিনি অবৈধ হয়ে যাবেন এবং কাজ করতে পারবেন না।

আলাউদ্দিন জানান, স্ত্রী মালয়েশিয়ার নাগরিক হওয়ায় তিনি দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করতে গিয়ে প্রতারণার শিকার হন। তিনি ভিসার জন্য এক ব্যক্তিকে সাড়ে সাত হাজার রিঙ্গিত দিয়েছিলেন, কিন্তু সেই ব্যক্তি প্রতারণা করে। ফলে অর্থাভাবে তিনি নতুন করে ভিসার আবেদন করতে পারেননি।

এমন পরিস্থিতিতে আলাউদ্দিন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। যদি তাকে মালয়েশিয়া ছাড়তে হয়, তাহলে তার ছোট্ট মেয়েটি অসহায় হয়ে পড়বে। স্থানীয় প্রতিবেশী ও কিছু সমাজসেবী তাদের সহায়তার চেষ্টা করছেন। আলাউদ্দিন মালয়েশিয়া সরকারের কাছে তার পরিস্থিতি বিবেচনা করে ভিসার জটিলতা নিরসনের আবেদন জানিয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post