পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করছে বাংলাদেশ

Bangladesh eases visas for pakistani citizens

বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে, বাংলাদেশ পাকিস্তানি নাগরিকদের জন্য ই-ভিসা চালু করার পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন যে, এই ভিসা ব্যবস্থা চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং যোগাযোগ আরও সহজ হবে।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে তিনি বলেন, দুই দেশের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধি বিনিময় এবং ভিসা প্রক্রিয়া সহজ করা সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বাংলাদেশ থেকে নারিকেল ও কয়লা এবং পাকিস্তান থেকে চামড়া, চাল, মাংস, চিনি ও মাছের মতো বিভিন্ন বাণিজ্যিক পণ্যের সম্ভাবনার কথাও তুলে ধরেন।

হাইকমিশনার আরও জানান, দুই দেশের মধ্যে সরাসরি বিমান এবং সমুদ্রপথে যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়েও কাজ চলছে।

তিনি বলেন, বাংলাদেশ দুই দেশের ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে আগ্রহী।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post