মালয়েশিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মালয়েশিয়া শাখা একটি আলোচনা সভার আয়োজন করে, যেখানে নতুন রাজনৈতিক দলের কাছে প্রবাসীদের প্রত্যাশা নিয়ে আলোচনা করা হয়।
কুয়ালালামপুরের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ডায়াস্পোরা অ্যালায়েন্সের মালয়েশিয়া শাখার সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
আলাউদ্দীন মোহাম্মদ এনসিপির ৫টি শক্তিশালী ভিত্তির ওপর আলোচনা করেন, যার মধ্যে রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিবাদবিরোধী রাজনীতি এবং জাতীয় ঐক্য। তিনি তরুণদের রাষ্ট্র গঠনে অংশগ্রহণের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের ওপর জোর দেন।
আরও পড়ুন
অ্যাডভোকেট আলী নাছের খান এনসিপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে নাগরিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং প্রবাসীদের মূলধারায় যুক্ত করার কথা বলেন।
আলোচনা সভায় প্রবাসীরা মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা, অ্যাটেস্টেশন ফি এবং অন্যান্য সমস্যা নিয়ে এনসিপির পরিকল্পনা জানতে চান। সভায় বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, শ্রমিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।