মালয়েশিয়া সরকার বাংলাদেশ সরকারের কাছে শ্রম অভিবাসন নিয়ে করা ‘অযৌক্তিক অভিযোগ’ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে নিজেদের ভাবমূর্তি উন্নত করতে কুয়ালালামপুর এই আহ্বান জানিয়েছে। ব্লুমবার্গ এই খবর প্রকাশ করেছে।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের মহাসচিব আজমান মোহাম্মদ ইউসুফ বাংলাদেশে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, মানবপাচার ও অর্থপাচার সংক্রান্ত অভিযোগ মালয়েশিয়ার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে, যদিও অভিযোগগুলোর বেশিরভাগই ভিত্তিহীন।
মানবাধিকার সংস্থাগুলো অনেক অভিবাসী শ্রমিকের ওপর নির্যাতনের ঘটনা নথিভুক্ত করেছে, যা মালয়েশিয়ার মানবপাচারবিরোধী অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। গত বছর অনিয়মের অভিযোগে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে দেয়। অভিযোগ রয়েছে, অনেক শ্রমিক হাজার হাজার ডলার খরচ করেও চাকরি পাননি।
আরও পড়ুন
চিঠিতে আজমান মোহাম্মদ ইউসুফ অনুরোধ জানান, এসব ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার করা হলে মানবপাচার সংক্রান্ত র্যাংকিংয়ে মালয়েশিয়ার অবস্থান উন্নত হবে।
এদিকে, আজ মালয়েশিয়ার পুত্রজায়ায় দু’দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কর্মী নিয়োগ নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।