চলমান যুদ্ধবিরতির মধ্যে ভারত ও পাকিস্তান একে অপরের হাইকমিশনের দুই কর্মকর্তাকে বহিষ্কার করেছে। উভয় দেশই তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ দেশ ত্যাগ করতে বলেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের দেশে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা গুপ্তচরবৃত্তির সাথে জড়িত ছিলেন, তাই তাঁকে বহিষ্কার করা হয়েছে।
এর কয়েক ঘণ্টা পর, পাকিস্তানও ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে একই অভিযোগে বহিষ্কার করে। পাকিস্তান জানায়, ওই ভারতীয় কর্মকর্তা তাঁর পদমর্যাদার সাথে অসংগতিপূর্ণ কাজ করছিলেন।