পুরো কাশ্মিরকে নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত

India claims the entire kashmir as its territory

ভারত বলেছে, পুরো কাশ্মীর তাদের ভূখণ্ড এবং পাকিস্তান অবৈধভাবে এটি দখল করে রেখেছে। ভারত দাবি করেছে, পাকিস্তানকে অবশ্যই এই অঞ্চল ছেড়ে দিতে হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানান, কাশ্মীর সমস্যার সমাধান ভারত ও পাকিস্তানের মধ্যেই হতে হবে এবং অন্য কোনো দেশের মধ্যস্থতা ভারত মেনে নেবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবের জবাবে জসওয়াল বলেন, কাশ্মীর সমস্যার সমাধানে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার দীর্ঘদিনের নীতিতে কোনো পরিবর্তন হয়নি।

কাশ্মীরের কিছু অংশ পাকিস্তানের, কিছু ভারতের এবং কিছু অংশ চীনের নিয়ন্ত্রণে রয়েছে। পাকিস্তান-নিয়ন্ত্রিত অংশকে আজাদ কাশ্মীর, ভারত-নিয়ন্ত্রিত অংশকে জম্মু-কাশ্মীর এবং চীন-নিয়ন্ত্রিত অংশকে আকসাই চীন বলা হয়। ভারত ও পাকিস্তান উভয়ই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে।

ভারত দীর্ঘদিন ধরে বলে আসছে, পাকিস্তান কাশ্মীর ছেড়ে দিলে তারা আলোচনা করতে রাজি আছে, তবে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা তারা মানবে না।

সম্প্রতি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, যেখানে ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন, তবে ভারত তা প্রত্যাখ্যান করেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize