মালয়েশিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিন বাংলাদেশি সহ ছয়জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।
কেলানতাং রাজ্যের কুয়ালা ক্রাইয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে একটি স্যান্ড সাকার মেশিন, খননকারী যন্ত্র, লরি এবং বালু স্থানান্তরের জন্য ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।আটকদের মধ্যে তিনজন বাংলাদেশি এবং তিনজন স্থানীয় নাগরিক রয়েছেন।
পিজিএর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার দাতুক নিক রস আযান আবদুল হামিদ জানান, তারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল এবং এর জন্য কোনো বৈধ অনুমতিপত্র দেখাতে পারেনি।
আরও পড়ুন
জব্দকৃত সরঞ্জাম ও বালির আনুমানিক মূল্য ২ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত। আটককৃতদের কোটা ভারু ভূমি ও খনিজ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে।