কাশ্মীরে ফের বিস্ফোরণ, যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

Another explosion in kashmir, uncertainty over the future of the ceasefire

ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মীরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ একটি ভিডিও শেয়ার করে জানান, শ্রীনগরে আকাশ প্রতিরক্ষা ইউনিট গুলি ছুড়েছে।

স্থানীয় বাসিন্দারাও একাধিক বিস্ফোরণের কথা জানিয়েছেন, যার কারণে শহরে বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শ্রীনগরের সাংবাদিক উমর মেহরাজ জানান, তিনি আকাশে কিছু উড়তে দেখেছেন এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে সেগুলো ক্ষেপণাস্ত্র নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, তা স্পষ্ট নয়।

বারামুল্লা ও জম্মুতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এখনো পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এই ঘটনার দায় স্বীকার করেনি এবং হতাহতের বিষয়েও কিছু জানা যায়নি।

শনিবার বিকেলে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দিলেও, শ্রীনগরের বর্তমান পরিস্থিতি সেই চুক্তির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize