ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ এনেছে।
ভারত শাসিত কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, তাদের সমঝোতা বারবার লঙ্ঘন করা হয়েছে। এর কিছুক্ষণ পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিছু কিছু ক্ষেত্রে ভারত লঙ্ঘন করলেও তারা অস্ত্রবিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

পারমাণবিক ক্ষমতাধর এই দুই প্রতিবেশী দেশ চারদিন ধরে ব্যাপক সংঘর্ষে লিপ্ত ছিল, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র ছিল।
আরও পড়ুন
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, সন্ধ্যায় তাদের মধ্যে যে সমঝোতা হয়েছিল, তা গত কয়েক ঘণ্টায় বারবার লঙ্ঘিত হয়েছে। তবে, ভারতের সশস্ত্র বাহিনী এর যথাযথ জবাব দিচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ঘোষিত অস্ত্রবিরতি বিশ্বস্তভাবে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। কিছু এলাকায় ভারতের লঙ্ঘনের পরেও, তাদের বাহিনী সংযমের সাথে পরিস্থিতি সামাল দিচ্ছে। তারা মনে করে, অস্ত্রবিরতি বাস্তবায়নে কোনো সমস্যা হলে তা যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, “অস্ত্রবিরতি সবার সুবিধার জন্য হয়েছে।”