সাইবার আক্রমণের শিকার ভারতীয় সেনাবাহিনী

Indian army hit by cyber attack

গোলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পর এবার পাকিস্তান দাবি করেছে যে তারা সাইবার আক্রমণ চালিয়েছে। জিওটিভি নিউজ জানিয়েছে, শনিবার (১০ মে) পাকিস্তানের সেনাবাহিনী এই দাবি করেছে।

পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, তাদের সাইবার আক্রমণের ফলে ভারতীয় সামরিক বাহিনীর সক্ষমতা ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের দাবি, এই আক্রমণে সামরিক উপগ্রহও ক্ষতিগ্রস্থ হয়েছে।

পাকিস্তান আরও দাবি করেছে যে তাদের সাইবার যোদ্ধারা ভারতীয় সামরিক উপগ্রহ, নেভিগেশন এবং যোগাযোগ উপগ্রহগুলো জ্যাম করে দিয়েছে।

তাদের দাবি, এই সাইবার আক্রমণে ভারত সরকারের ইমেল সার্ভার এবং পোর্টালগুলোও ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন সার্ভার এখনও তাদের হামলার লক্ষ্যবস্তুতে রয়েছে।

ভারত সরকার এখনও পর্যন্ত এসব দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে পাকিস্তান দাবি করে, তারা ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে সেটি গুঁড়িয়ে দিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize