মোদির শহরে ৩ ঘণ্টা উড়ল পাকিস্তানের ড্রোন

Pakistani drone flies for 3 hours in modi's city

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ চলছে। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে পাকিস্তান।

জিওটিভি নিউজের সর্বশেষ খবর অনুযায়ী, পাকিস্তানের ড্রোন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শহরেও পৌঁছে গেছে। গত তিন ঘণ্টা ধরে শহরটির আকাশে পাকিস্তানি ড্রোন দেখা গেছে। নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী, ড্রোনগুলো মোদির নিজ রাজ্য গুজরাটের ওপর দিয়ে উড়ছে।

তবে ড্রোনগুলো কোথাও আঘাত হেনেছে কিনা বা ভারতীয় বাহিনী এর বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছে, তা এখনও জানা যায়নি।

গুজরাটে ড্রোন হামলার খবর নিশ্চিত না হলেও, পাকিস্তানি সামরিক বাহিনী ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে সেটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে। ভাতিন্ডা বিমানঘাঁটি পাঞ্জাবের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। এখানে বিমানবাহিনীর তত্ত্বাবধানে একটি অভ্যন্তরীণ বিমানবন্দরও রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize