আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তার চলমান ঋণ কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তানকে ১০০ কোটি ডলার ছাড় করেছে। তবে ভারতের দাবি, এই ঋণ ‘সীমান্তে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডে’ ব্যবহৃত হতে পারে।
আইএমএফ জানিয়েছে, বিশ্বজুড়ে কঠিন পরিস্থিতির মধ্যেও পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আস্থা ফেরাতে নীতিগত পদক্ষেপগুলো উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে।
আইএমএফ গত বছরের মাঝামাঝি পাকিস্তানের দুর্বল অর্থনীতিকে শক্তিশালী করতে ৭০০ কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু করে। এ পর্যন্ত মোট ২০০ কোটি ডলার ছাড় করা হয়েছে।
আরও পড়ুন
ভারত আইএমএফের বোর্ড সভায় পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়ে আরও বিস্তারিত পর্যালোচনার অনুরোধ জানিয়েছে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান বর্তমানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘাতে লিপ্ত। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা এবং এর জেরে পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।