ড্রোন মজুতে কে এগিয়ে, ভারত না পাকিস্তান?

Who is ahead in drone stockpiling, india or pakistan

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত ড্রোন যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে উভয় পক্ষই ড্রোন ব্যবহার করে নিজেদের শক্তি দেখাচ্ছে।

ভারতের অস্ত্রাগারে ইসরায়েলের হারোপ ড্রোনসহ ৬২৫টি ড্রোন রয়েছে, যা এটিকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ড্রোন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভারতের কামিকাজি ড্রোন ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে উড়তে পারে এবং ১০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও, ভারতের বহরে পাঞ্চি, নিশান্ত এবং নেত্রার মতো রিয়েল-টাইম ছবি ধারণকারী ড্রোনও রয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের কাছে তুরস্কের তৈরি বায়রাখতার টিবি-২ এবং আকিনজির মতো শক্তিশালী ড্রোন রয়েছে। আকিনজি ড্রোনটি ৪৫,০০০ ফুট উচ্চতায় উড়তে এবং ঘণ্টায় ৩৬১ কিলোমিটার বেগে ২৪ ঘণ্টা পর্যন্ত আকাশে থাকতে পারে। পাকিস্তানের কাছে তুরস্কের আঙ্কা এবং চীনের উইং লুং ড্রোনও রয়েছে।

সামরিক ব্যয়ের দিক থেকে ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে, ভারত ৭৫ বিলিয়ন ডলার ব্যয় করে, যেখানে পাকিস্তানের ব্যয় মাত্র ৭.৫ বিলিয়ন ডলার।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize