মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি।
স্থানীয় মানধবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, বুধবার বিজিবি ১৫ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৯ জন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে।
আটককৃতরা ভারতের আসামে বসবাস করতেন। ভারতীয় পুলিশ তাদের বাড়িঘর ভেঙে দিলে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠায়। তারা প্রায় ৩০০ জনের একটি দল ছিলেন।
আরও পড়ুন
এ বিষয়ে ৪৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জাকারিয়া জানান, আটককৃতরা বাংলা ভাষায় কথা বলছেন। যাচাই-বাছাই করে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর মৌলভীবাজার জেলার সব সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও দেখুন: