ভারতের ৭ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান

Pakistan shoots down 7 indian drones

অনুপ্রবেশের সময় পাকিস্তান সেনাবাহিনী আরও চারটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে, যার ফলে ধ্বংস হওয়া ড্রোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতে।

নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট সেক্টরে দুটি ড্রোন ভূপাতিত করেছে এবং আধুনিক ইডব্লিউ ক্ষমতা ব্যবহার করে আরও দুটি ড্রোন জব্দ করেছে। এর আগে, সেনাবাহিনী বার্নালা, শকরগড় ও কোটলি সেক্টরে তিনটি ড্রোন ধ্বংস করে।

এদিকে, রয়টার্স জানায়, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ভারতের হামলার পরদিন বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণটি কোথায় হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

পরিস্থিতির কারণে বৃহস্পতিবার ভোরে লাহোর ও সিয়ালকোটের কয়েকটি গুরুত্বপূর্ণ আকাশপথ বাণিজ্যিক ফ্লাইটের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize