কাশ্মীরে হামলার ঘটনায় ভারত-পাকিস্তান উত্তেজনার রূপ নিয়েছে, যার ফলে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা গ্রাম ছেড়ে পালাতে শুরু করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের কাছাকাছি অবস্থিত সালামাবাদ গ্রামে প্রচণ্ড গোলাবর্ষণের কারণে গ্রামটি প্রায় জনশূন্য হয়ে পড়েছে। গোলাবর্ষণে আহত অনেক বাসিন্দাকে বারামুলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গ্রামের একজন প্রত্যক্ষদর্শী জানান, প্রায় ৮৫% গ্রামবাসী পালিয়ে গেছে। তিনি অভিযোগ করেন, সরকার আগে থেকে জানলেও তাদের সতর্ক করেনি।সালামাবাদ দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তান সংঘর্ষের শিকার। ২০২১ সালে যুদ্ধবিরতি ঘোষণার পর সেখানে কিছুটা শান্তি ফিরে এসেছিল, কিন্তু সাম্প্রতিক গোলাবর্ষণে সেই শান্তি আবার ভেঙে গেছে।
আরও পড়ুন
বিবিসি জানিয়েছে, ভারত পাকিস্তানের ৬টি এলাকায় ২৪টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যাতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।
পাকিস্তান দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত হয়েছে।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে অন্তত ১০ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে এই উত্তেজনা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।